মফস্বল অঞ্চলগুলোতে ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : ডা. কামরুল হাসান খান

আমাদের সময় প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ১১:২২

খায়রুল আলম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে যেহেতু মন্ত্রিসভা গঠন করেছেন, সেখানে মন্ত্রিসভা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। ভালো একটি মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ প্রতিবেদকের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, যারা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তারা যখন কাজ করবে, তখন ভালো-মন্দ প্রকাশ পাবে। পদে কোনো পরিচয় নয়, কাজে সঠিক পরিচয়। আমি একটি পদ পেলাম কিন্তু পদ অনুযায়ী কাজ করলাম না, তাহলে তো হবে না। যারা মন্ত্রী হয়েছেন, তারা বিভিন্ন এলাকার নির্বাচিত প্রতিনিধি। তাদের জনপ্রিয়তা আছে বলেই তারা নির্বাচিত হতে পেরেছেন। তাদের ভালো গুণ আছে বলেই জনগণ তাদের সাথে ছিলো। এখন তাদের দায়িত্ব বেড়ে গেছে। নিজের এলাকার পাশাপাশি পুরো বাংলাদেশের হয়ে কাজ করতে হবে। আমি আশা করি, সকল মন্ত্রীই জনগণের যে আকাক্সক্ষা, তা পুরোপুরিভাবে পূরণ করবেন। তারা জনগণের কাছে একটি ওয়াদা করে সংসদে এসেছেন।  সেই ওয়াদা যথাযথভাবে পূরণ করবেন। মানুষের আস্থার জায়গাটিতে যেন কোনো ঘাটতি না থাকে। জাতির কাছে তাদের দায়বদ্ধ থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার প্রত্যাশা, স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থার আরো কীভাবে উন্নতি করা যায়, সে ব্যবস্থা নেয়া। প্রতিটি জেলা শহরে সরকারি স্বাস্থকেন্দ্রগুলো যেন আধুনিকায়ন করা হয়। তাহলে মানুষে স্বাস্থ্য সেবা পেতে বিভাগীয় শহরে আসতে হবে না। মফস্বল অঞ্চলগুলোতে ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us