আফগানিস্তানে গত কয়েকদিন ধরে গুম হয়ে যাওয়া নারী অধিকার কর্মীদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভুলুত কাভুসোগলু আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে ফোন করেন।
আর এই ফোনে মুত্তাকির কাছে নিজেদের উদ্বেগের কথা জানায় তুরস্ক।
তাছাড়া মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কেও এ দুজন কথা বলেন।
ডেইলি সাবাহ আরো জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে স্থিতিশীলতা আনতেও আমির খান মুত্তাকিকে অনুরোধ জানিয়েছেন।
এদিকে তালেবান যখন ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসে তখন নারীদের ক্ষেত্রে বেশ কঠোরতা দেখায়। সে সময় নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ করে দিয়েছিল তারা।