শ্রমিকদের বেতন পরিশোধে ২৫ লাখ টাকা সহায়তা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৮

বন্ধ হয়ে যাওয়া বিন্নী গার্মেন্টের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে আপদকালীন সহায়তা হিসেবে ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। ওই কারখানাটি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্যভুক্ত প্রতিষ্ঠান।


বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৯তম সভার প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন। এসময় জানানো হয়, ঢাকার কমলাপুরে অবস্থিত বিন্নী গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালকের করোনায় মৃত্যু হয়। পরে গত বছর ১৬ জুন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।


ওই সময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ ছিল এক কোটি ৪ লাখ টাকা। পরে কারখানার মালিক-শ্রমিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ নেতারা বৈঠকের মাধ্যমে মেশিন যন্ত্রপাতি বিক্রি করে মালিপক্ষের ৭৯ লাখ টাকা পরিশোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us