রীতিমতো গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বাঁদরদের। প্রজননে উৎসাহ দিতে এমনই অভিনব উদ্যোগ নিলেন ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ। ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেয প্রজাতির বাঁদরের বাসস্থান।
মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বাঁদরের সংখ্যা কমে গিয়েছে।