গত ডিসেম্বর মানে, বাংলা মাস অগ্রহায়ণে এবার প্রায় আষাঢ়ের মতো ভারী বৃষ্টি হয়। ব্যস, যাবি কই- ফেসবুকের দেয়ালে দেয়ালে চিকা পড়তে থাকে খনার নামে। দেশে যে এত খনাভক্ত আছে, তা আগে মালুম হয়নি। ‘যদি বর্ষে আগণে- রাজা যায় মাগনে।’ এর সোজাসাপটা মানে হচ্ছে- অগ্রহায়ণে যদি নামে বৃষ্টি, তা হলে মহাসর্বনাশ। খোদ রাজাকেও চাইতে (মাঙ্গতে) হবে খাদ্য সাহায্য।
পাকা ধান তখন মাঠে থাকে। কেউ ধান কেটে মাঠেই ফেলে রাখেন বিচালি শুকিয়ে নেওয়ার জন্য। ধান ভালো করে না শুকালে ধানগাছ থেকে ধান ঝরানো মুশকিল হয়। তাই ধান কেটে দুই-একদিন মাঠেই ফেলে রাখেন চাষিরা। এতে খড়টাও শুকিয়ে সংরক্ষণযোগ্য হয়ে ওঠে।