‘আমি মনে করি তার (ল্যাঙ্গার) অবাক হওয়া উচিৎ নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া দুই বছরে যা মূল্যায়ন করেছে তা হল আমাদের পরিবেশ খুব বিরক্তিকর। আমরা নিজেদের শক্তি ও দুর্বলতাগুলোকে খুঁজে বের করে সবসময় শেখার চেষ্টা করি। গত দুই-এক সপ্তাহ ধরে যা ঘটেছে তা জনগণ জানুক। কিন্তু আমি মনে করি না যে কোনো বড় চমক আছে।’
অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগের পর ল্যাঙ্গারকে নিয়ে চলছে নানাধরনের আলোচনা। সাবেক সতীর্থরা থেকে শুরু করে অনেকেই বলছেন বিষয়টি ঠিকমতো সামলাতে পারেনি বোর্ড। নেতিবাচক মন্তব্যও আসছে। পাকিস্তান সফরে যাওয়ার আগে অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বললেন এভাবেই।
অনেকটাই স্পষ্ট যে, ল্যাঙ্গারের পদত্যাগে সিনিয়র খেলোয়াড়দের মতামত বড় ভূমিকা রেখেছে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের সঙ্গে সাবেক কোচের সম্পর্ক ভালো যাচ্ছিল না, এমন খবর তো এসেছে অনেকবারই।