প্রকৃতি সেজেছে বাসন্তী রঙে। তাহলে আর আপনিই বা পিছিয়ে কেন। নিজেকে সাজিয়ে প্রকৃতিকে বরণ করতে হবে তো, নাকি?
হলুদ শাড়ি, খোঁপায় গোঁজা হলুদ ফুল—বসন্তের প্রথম দিনে এমন সাজই বেশি দেখা যেত। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সাজ-পোশাক। ‘এখনকার পোশাকের রঙে বেশ কিছুটা ভিন্নতা এসেছে। শুধু হলুদে আর আটকে নেই পোশাকের রং।
যেকোনো উজ্জ্বল রঙের শাড়িতেই আজ সেজে উঠছেন নারী। অথবা একেবারে সাদা শাড়ির সঙ্গে পাড়-আঁচলে ভরাট কাজের বর্ণিল সাজ। একটা রঙিন মালা কিংবা মাথায় ফুল। এই সময়ে প্রকৃতির রংই হলুদ। হলুদ রংগুলোই বেশ ফোটে বাসন্তী পোশাকে। গাছে গাছে নতুন কচি পাতা গজায়। এমন থিম থেকে টিয়া, ফিরোজা, সবুজের নানা শেড, এমনকি পহেলা ফাল্গুনের পরদিন ভালোবাসা দিবস হওয়ায় অনেকে লালও পরছেন।