রমজানে আরো সক্রিয় হবে টিসিবি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮

আন্তর্জাতিক বাজারে ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি দেশীয় বাজারে একদিকে দাম বাড়াচ্ছে, অন্যদিকে ফড়িয়া ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যও দাম বাড়াতে ভূমিকা রাখছে। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের খেয়ে-পরে বাঁচা কঠিন হয়ে পড়েছে। তাই আসন্ন রমজানে প্রান্তিক মানুষের সুবিধা দিতে চমক দেখাবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ জন্য গত ঈদে প্রধানমন্ত্রীর নগদ শুভেচ্ছা উপহার পাওয়া ৩৮ লাখের বেশি তৃণমূলের মানুষের তালিকা কাজে লাগানো হবে। মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গতবার দুই হাজার ৫০০ টাকা করে পেয়েছিল।


বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই তথ্য ব্যাংকের ডাটা ব্যবহার করে এবার প্রান্তিক পর্যায়ে টিসিবির সেবা পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তালিকায় থাকা ৩৮ লাখের বেশি নিম্ন আয়ের মানুষ যাতে মূল্যছাড়ের এই পণ্য পায় এ জন্য কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা টিসিবি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যের দাম দিন দিন বাড়ছে। এ সময় প্রান্ত্রিক মানুষ সবচেয়ে বেশি অসুবিধায় পড়ে। এ ছাড়া উৎসব-পার্বণ এলে অতি মুনাফার লোভে বাজারে কিছু অসাধু ব্যাবসায়ী সিন্ডিকেট গড়ে তোলেন। এ অবস্থায় সামনে রমজানের বাজার স্থিতিশীল রাখতে নড়েচড়ে বসছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us