ভোগ ম্যাগাজিনের ইতিহাস প্রায় ১৩০ বছরের। এত বছরে পৃথিবীর বহু দেশের বহু শিল্পীকে প্রচ্ছদে তুলে এনেছে ম্যাগাজিনটি। ১৯৫৬ সালের মার্চ সংখ্যায় ‘ভারতের নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকরকে নিয়ে প্রচ্ছদ করেছিল ভোগ।
তরুণ লতা তখন জনপ্রিয়তার শিখরে। সাদাকালো ছবি হলেও প্রচ্ছদে লতার হাস্যোজ্জ্বল মুখ প্রচ্ছদটিকে করে তুলেছিল অনিন্দ্য।