৩ কোটি টাকার ওপরে বিদ্যুৎ বিল, ফেডারেশন কর্তাদের মাথায় হাত

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৬

রোনাকালেও ফেডারেশনগুলোর চাকা সচল ছিল। তবে হঠাৎ তাদের নিয়ন্ত্রণ সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক চিঠিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে! গত ২৫ জানুয়ারি এক চিঠিতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগাদা দেওয়া হয়েছে। ৫১টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থাকে মোট ৩ কোটি ১২ লাখ ৮৪ হাজার ৬১৬ টাকার বিল ১৫ দিনের মধ্যে দিতে হবে। যার শেষ দিন বৃহস্পতিবার। এমন নোটিশে ফেডারেশনের কর্মকর্তারা বিস্মিত ও হতবাক। বেশিরভাগেরই আয়ের উৎস না থাকায় কীভাবে দেবেন, পড়েছে বিপাকে। এই অবস্থায় ফেডারেশনগুলো নিজেদের মধ্যে সভা করে বকেয়া পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে।


তবে এই বকেয়া নিয়ে বিস্তারিত বলতে পারছে না এনএসসি। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট বকেয়ার কথা লিখে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনগুলোকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us