পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমানকে ব্যাংক থেকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
এসময় বক্তারা মনজুরুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ডেলটা ইনস্যুরেন্সের গ্রাহকদের এক হাজার ১৪১ কোটি টাকা আত্মসাৎ করে নেওয়া পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমানকে অপসারণ করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বলেন, ডেলটা লাইফ ইনস্যুরেন্সের ২৫ লাখ গ্রাহকের আমানত লোপাট করার অভিযোগ উঠেছে। ২০১২-১৮ সাল পর্যন্ত বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মনজুরুর রহমানের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।