ট্রাকচালকদের বিক্ষোভ বন্ধ করতে হবে: ট্রুডো

চ্যানেল আই প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

 কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাকচালকদের প্রতিবাদ-বিক্ষোভ বন্ধ করতে হবে। কোভিড-১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে শত শত ট্রাক চালক বিক্ষোভ করে আসছে। তাদের ডাকা বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়া। এ প্রেক্ষিতে রোববার শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়। করোনায় আক্রান্ত হওয়ায় সপ্তাহ ধরে আইসোলেশনে ছিলেন জাস্টিন ট্রুডো।


আইসোলেশন থেকে হাউজ অব কমন্সে ফিরে এক জরুরি বিতর্কে ট্রুডো বলেন, এটি বন্ধ করতে হবে। এই মহামারি সকল কানাডিয়ানকে চুষে খাচ্ছে। কিন্তু কানাডিয়ানরা জানে বিজ্ঞান মেনে কিভাবে একে প্রতিহত করা যায়। বিজ্ঞাপন তিনি রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়ারও অঙ্গীকার করেন। এর আগে অটোয়ার মেয়র জিম ওয়াটসন ক্দ্রেীয় সরকারের কাছে ১৮’শ অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পাড়ি দিয়ে আসা যেসব ট্রাকচালকের টিকা নেয়া থাকবে না তাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে কানাডার সরকার। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি থেকে ট্রাকচালকরা ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us