সার্চ কমিটিতে নাম প্রস্তাবের বিষয়ে যে সিদ্ধান্ত দিল কর্নেল অলির দল

যুগান্তর প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৫

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে কোনো নাম প্রস্তাব করবে না কমিশনের নিবন্ধন তালিকায় থাকা ১ নম্বর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।


মঙ্গলবার এক বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন দলটির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।


ড. রেদোয়ান আহমেদ বলেন, সার্চ কমিটিতে যারা আছেন তারা অধিকাংশই আওয়ামী লীগ-সমর্থিত। এমনও একজন আছেন যিনি আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন (মনোনয়ন) নিয়েছিলেন। এই কমিটির কাছে নাম দেওয়ার কোনো যুক্তিই আসে না। 


তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি একটি প্রহসনে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করেছে। একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কমিশন যদি শক্তিশালী না হয়, তারা যদি সরকারের প্রভাবমুক্ত না হয়, তবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us