ফরিদপুরের আরামবাগ হাসপাতালকে অপরিচ্ছন্ন পরিবেশ এবং অব্যবস্থাপনার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর শহরের পশ্চিমখাবাশপুরে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র এর সত্যতা নিশ্চিত করে জানান, কিছুদিন আগে হাসপাতালটিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় থেকে বর্তমানে কিছুটা উন্নতি হলেও বিদ্যমান প্যাথলজির অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমতির অতিরিক্ত শয্যা, এক্সরে টেকনিশিয়ানের লাইসেন্স না থাকা এবং চিকিৎসকের স্বল্পতা রয়েছে প্রতিষ্ঠানটিতে।