মুম্বাই শহরে তুলে নেয়া হবে করোনার বিধিনিষেধ

চ্যানেল আই প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৬

করোনাভাইরাসের বিস্তারের ফলে মুম্বাই শহরে দেয়া বিধিনিষেধগুলো ফেব্রুয়ারির শেষের দিকে তুলে নেয়া হবে বলে জানিয়েছেন শহরটির মেয়র কিশোরি পেন্দেকার। এনডিটিভি জানায়, প্রতিদিনই মুম্বাইয়ের করোনা সংক্রমণের হার কমে আসছে। করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় বিধিনিষেধগুলো তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন শহরের মেয়র।


বিজ্ঞাপন মেয়র কিশোরি পেন্দেকার বলেন, প্রতিদিনই আক্রান্তের হার কমে আসছে আর সেজন্যই প্রশাসন বিধিনিষেধ  গুলো নাগরিকদের জন্য আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, শহরবাসীর জন্য সুখবর আছে, এ মাসের শেষের দিকে বিধিনিষেধ শিথিল করে দেয়া হবে।তবে প্রত্যেক নাগরিককে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্বের মতো নিয়মগুলো মেনে চলতে হবে, যেন পুনরায় আবার সংক্রমণ বৃদ্ধি না পা্য়। উল্লেখ্য মহারাষ্ট্র সরকার গত সপ্তাহে রাতের কারফিউ তুলে নিয়েছিল এবং রেস্তোরাঁ এবং থিয়েটারগুলোকে মহামারীর আসার আগের মত তাদের স্বাভাবিক সময় অনুযায়ী কাজ করার অনুমতি দিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us