আন্তর্জাতিক নিরাপত্তা মহলের শঙ্কা বাড়িয়ে তালেবান সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করেছে ওসামা বিন লাদেনের ছেলে, বলে উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। মর্নিং এক্সপ্রেস ডট কম-এর সোমবার (৭ জানুয়ারি) করা প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।
সেই রিপোর্টে বলা হয়েছে ২০২১ সালের অক্টোবর মাসে আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের পুত্র তালেবান নেতাদের সঙ্গে দেখা করে। লাদেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমিন মুহাম্মদ উল-হক সাম খান-ও গত অগাস্ট মাসে আফগানিস্তানে ফিরেছে। ফলে তালেবান ও আল কায়দার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা স্পষ্ট বলে দাবি করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে।