রজব মাসের প্রাপ্তি ও ঐতিহাসিক তাৎপর্য

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪০

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব মাস সম্পর্কে বলেছেন, ‘বছরে মাস ১২টি। এরমধ্যে সম্মানিত মাস ৪টি। তিনটি ধারাবাহিক- জিলকদ, জিলহজ ও মহররম। আর চতুর্থ মাসটি হলো- রজব। যা (আরবি মাস) জমাদিউল আখির ও শাবানের মর্ধবর্তী মাস।’ (বুখারি)


আরবি (হিজরি) বছরের পবিত্র ও মর্যাদার চার মাসের একটি হলো ‘রজব’। এটা শান্তি ও নিরাপত্তার মাস। এ মাসের সব ধরনের কলহ, যুদ্ধ ও রক্তক্ষয়ী যে কোনো কাজই নিষিদ্ধ। রমজানকে স্বাগত জানানোর মাসও এটি। আল্লাহর পক্ষ থেকে এ মাসটি মুসলিম উম্মাহর জন্য মহা অনুগ্রহের। এ মাসেই মহান আল্লাহ মানুষের জন্য ইসলামের প্রধান ইবাদত নামাজের বিধান দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us