৭ বাংলাদেশির ২ জনের মরদেহ আসছে আগামী সপ্তাহে

প্রথম আলো প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৫

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওই সাতজনের মধ্য জয় তালুকদারের মরদেহ দেশে আসছে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি)। এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।


দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয় তালুকদারের মরদেহবাহী উড়োজাহাজ ১০ ফেব্রুয়ারি ইতালি থেকে রওনা দেবে। শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটে এই উড়োজাহাজটির ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এ ছাড়া কামরুল হাসান বাপ্পীর মরদেহ দেশে আসছে আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি)। এই দুজনের স্বজনদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।


জয় তালুকদার ওরফে রতনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার পিয়ারপুর গ্রামে। কামরুল হাসান বাপ্পীর বাড়িও মাদারীপুর সদর উপজেলায়।


বাকি পাঁচজনের মরদেহ শিগগিরই দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে রোমের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us