বাবল আসলে রঙহীন। কিন্তু এদের অনবদ্য কাঠামো এবং আলোর স্বকীয় বৈশিষ্ট্যের সুবাদে, বাবলের মধ্যে যেন দৃশ্যমান হয় গোটা রামধনুই।
কীভাবে সেটি হয়, তা বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে, বাবল কী।
যে বাহ্যিক ফিল্মটি ভেতরে বাতাস বন্দি করে রাখে, সেটি তৈরি হয় পানির সরু একটি পাত দিয়ে। পানির ওই পাতটি আবার স্যান্ডউইচ হয়ে থাকে দুইটি একইরকম সরু সাবান অণুর স্তরের ভেতর।