অপোর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে গুজব রটেছে আগেই। এবার নাকি ফাঁস হয়ে গেছে কথিত ‘ফাইন্ড এক্স৫ প্রো’ স্মার্টফোনের বিস্তারিত তথ্য।
নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এখনো কোনো অনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অপো। কিন্তু জানুয়ারি মাসেই ‘ফাইন্ড এক্স৫ প্রো’ স্মার্টফোনের ছবি দেখার দাবি করেছিল প্রযুক্তিপণ্য বিষয়ক সাইট উইনফিচার। এবার ওই একই সাইটে এসেছে স্মার্টফোনটির নতুন সব তথ্য।
উইনফিউচারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকবে ‘ফাইন্ড এক্স৫ প্রো’ ফোনে। আরো থাকবে অ্যাড্রিনো ৭৩০ গ্রাফিক্স চিপ, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটিতে ৩২১৬ বাই ১৪৪০ পিক্সেলের ৬.৭ ইঞ্চির পর্দা থাকবে, রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ, বলা হচ্ছে এমনটাও। উইনফিউচারের প্রতিবেদন আরো বলছে, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে ডিভাইসটিতে।