সংবাদপত্রের কর্পোরেট কর ১০-১৫% করার প্রস্তাব নোয়াবের

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৩

সংবাদপত্রের কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। অন্যদিকে স্যাটেলাইট টিভির নেটওয়ার্ক ডিজিটালাইজড করতে প্রয়োজনীয় সেট-টপ বক্সের আমদানিতে কর রেয়াত চেয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।


রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে আগামী অর্থবছরের (২০২২-২৩) প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে এসব প্রস্তাব তুলে ধরেন গণমাধ্যম মালিকদের এই দুটি সংগঠনের নেতারা। আলোচনা সভায় নোয়াব সভাপতি এ কে আজাদ সংবাদপত্র শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ২০১৪ সালের ২ এপ্রিল সংবাদপত্রকে সেবা শিল্প হিসেবে ঘোষণা করা হলেও এই শিল্প বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us