আফগানিস্তান দখল করার পর তালেবান জানিয়েছিল, তারা বদলে গিয়েছে। কিন্তু কেমন বদলেছে তারা আর তাদের অত্যাচারের সেই ঘটনা তুলে ধরার ‘অপরাধে’ এবার সাংবাদিকদের উপর নেমে আসছে তালেবি শাস্তি। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে ইসলামের শাসন মেনেই কাজ করার হুমকি দিয়েছে তালেবান।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। তার বক্তব্য, সংবাদমাধ্যমের স্বাধীনতর পক্ষেই ইসলামিক আমিরশাহী (তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান)। কিন্তু সংবাদমাধ্যমকেও নিরপেক্ষ হতে হবে। তাদের ইসলাম ও দেশের মূল্যবোধ মেনে চলতে হবে। আমরা সমস্ত বাধা সরিয়ে দিতে চাইছি এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন সংশ্লিষ্ট আইন মেনে চলে।
বিশ্লেষকদের মতে, ইসলামের নামে গোড়া থেকেই সংবাদমাধ্যমগুলির উপর বল প্রয়োগ করছে তালেবান। এবার আইনের ফাঁদে ফেলে সাংবাদিকদের আরও হেনস্তা করবে তালেবান।