বিশ্বকাপ জিতে প্রত্যেকে পাচ্ছেন ৪০ লাখ করে

চ্যানেল আই প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড যুবাদের ৪ উইকেটে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে ভারত। আনন্দের রেশ কাটার আগেই বিশ্বজয়ী দলের প্রত্যেক সদস্যকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড। বিসিসিআই জানিয়েছে, বিশ্বজয়ী দলের প্রত্যেক ক্রিকেটার পাবেন ৪০ লাখ রুপি করে। কোচিং স্টাফকে দেয়া হবে ২৫ লাখ রুপি করে।


বিশ্বকাপ এনে দেয়ায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বাহবা কুড়িয়েছেন ১৯ না পেরনো যুবারা। বিজ্ঞাপন ‘আমি ভিভিএস লক্ষ্মণসহ কোচিং স্টাফের সকলকে ধন্যবাদ জানাই। তারা ছেলেদের গড়ে তুলতে মেধা খাটিয়েছেন। ছেলেরা এই অল্প বয়সেই আমাদের শিরোপা এনে দিয়েছে। পুরো আসরে তারা হারেনি। এটা এক কথায় অসাধারণ। নির্বাচকরাও ভালো ক্রিকেটার বাছাই করেছেন, এই কৃতিত্ব তাদেরও। ছেলেদের লম্বা ক্যারিয়ার হোক, সেই প্রত্যাশা করি।’ শনিবারের ফাইনালে আগে ব্যাট করে জেমস রেউয়ের ৯৫ রানের ইনিংসের পরও ১৮৯-এর বেশি তুলতে পারেনি ইংলিশ যুবারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us