শপথ নিলো বহুল আলোচিত শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচিতদের একাংশ। ইলিয়াস কাঞ্চন ও নিপুন পরিষদের বিজয়ীরাই এতে অংশ নিয়েছেন। তবে, মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেলের পক্ষ থেকে কাউকে দেখা যায়নি এ শপথ গ্রহণ অনুষ্ঠানে। রোববার সন্ধ্যা ছয়টায় নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতদের একাংশ। শপথ বাক্য পাঠ করানোর পর মিশা সওদাগর বলেন, “আমি আজ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ডাকে এখানে এসেছি, আশা করছি ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদ সুন্দরভাবে শিল্পী সমিতিকে পরিচালিত করবে। শুধু তারাই নয় পুরো ২১জনকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অতীতের সমস্ত ভুল-ত্রুটি পেছনে ফেলে শিল্পী সমিতি এমনভাবে এগিয়ে যাবে যা আগে কখনো হয়নি। আমাকে তারা যে কোন প্রয়োজনে পাশে পাবে।”