করোনা মহামারির বিভিন্ন বিধিনিষেধের মধ্যেই শুরু হয়েছে বেইজিং অলিম্পিক-২০২২। এরই মধ্যে প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেক অ্যাথলেটই করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর তাদের রাখা হয়েছে হোটেল কোয়ারেন্টাইনে। তবে সেখানে নেই পর্যাপ্ত খাবার, নেই কোনো প্রশিক্ষণের সরঞ্জাম। রোববার (৬ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ান বায়াথলন প্রতিযোগী ভ্যালেরিয়া ভাসনেতসোভা বেইজিংয়ে কোয়ারেন্টাইন হোটেল থেকে ইনস্টাগ্রাম পোস্টে জানান, আমার পেট ব্যথা করছে ও চোখের নিচে কালো দাগ পড়েছে। আমি এই কষ্টের সমাপ্তি চাই। আমি প্রতি দিন কাঁদছি কারণ আমি খুবই ক্লান্ত। প্রতিবেদনে বলা হয়, করোনার কোনো লক্ষণে তিনি এমন কষ্টের কথা জানাননি। চরম খাদ্যের অভাবেই এমন দুর্দশার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে তাকে। ভাসনেতসোভা বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে একটি ট্রেতে তাকে পাঁচ দিনের জন্য প্লেইন পাস্তা, একটি কমলার সস, একটি হাড়ের ওপর পোড়া মাংস, কয়েকটি আলু দেওয়া হয়। এতে নেই কোনো সবুজ শাক-সবজি। তিনি বলেন, পাস্তার কয়েক টুকরো খেয়ে বেঁচে আছি কারণ বাকিগুলো খাওয়া অসম্ভব।