করের হার না কমালে ব্যবসায়ীরা এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রহমান।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে করের হার আমাদের দেশের তুলনায় কম। দেশে অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। তবে উচ্চ কর হারের কারণে বিদেশি বিনিয়োগ কম হচ্ছে। কর হার কমলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে ‘মিট দ্য প্রেস ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।