Drinking Alcohol Can Cause Stroke: মদ্যপান আপনার শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে লিভার থেকে শুরু করে কিডনির সমস্যা দেখা দেয়। তবে শুধু হার্ট বা কিডনির সমস্যা নয়, এক্ষেত্রে দেখা দিতে পারে স্ট্রোকের মতো শারীরিক সমস্যা। আর এভাবে স্ট্রোকে আক্রান্ত হওয়ার নেপথ্যে থাকতে পারে হার্টের রিদমের সমস্যা। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় পাওয়া গিয়েছে ঠিক এমনই একটি তথ্য।
এই গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার কার্ডিওভাস্কুলার রিসার্চে। এক্ষেত্রে এই গবেষণাটি বলছে, অনিয়ন্ত্রিত মদ্যপনে বাড়ে আট্রিয়াল ফিব্রিলেশনে (Atrial Fibrillation) আক্রান্ত হওয়ার আশঙ্কা। এই কারণে হৃদগতিতে দেখা দেয় ছন্দপতন। তার কারণে হতে পারে স্ট্রোক।