একটি চক্রের (সিন্ডিকেট) দুর্নীতির কারণে সাড়ে তিন বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন করে বাজার খোলার সময় আবার সক্রিয় হয়ে উঠেছে সেই চক্র। এ শ্রমবাজারের নিয়ন্ত্রণ নিতে তারা জোর তৎপরতা চালাচ্ছে।
অবশ্য এতে সায় দিচ্ছে না বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাই এখন মালয়েশিয়া থেকে একচেটিয়াভাবে শ্রমিক পাঠানোর বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।