যে যতো ভালো গণিত পারে, অর্থ উপার্জন তাকে ততো বেশি তৃপ্তি দেয়

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৪

স্কুলে থাকতে আপনার গণিত শিক্ষক হয়তো বলেছিলেন বড় হয়ে অনেক কাজে লাগবে গণিতের দক্ষতা। কিন্তু সে সময় হয়তো আপনি সে কথা আমলেই নেননি। তা হতেই পারে, শৈশবে প্রথাগত শিক্ষা ব্যবস্থার চাপে শিশুমন অভিভাবকসুলভ অনেক কথাতেই আস্থা পায়না। কিন্তু, বেশ কিছু গবেষণায় দেখা গেছে স্কুল শিক্ষকদের ওই কথা ঠিকই ছিল।


মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার প্রভাব কীভাবে তার উপার্জিত সম্পদের ওপর পরে, এমনকি মানুষের ব্যক্তিগত জীবনে সুখী থাকার ওপরও এর প্রভাব পড়তে পারে তা উঠে এসেছে এ গবেষণায়। ২০২১ সালের নভেম্বরে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সাধারণত যে সব মানুষ গণিত ভালো পারে তাদের উপার্জন বেশি, ব্যক্তিজীবনে তারা বেশি সুখীও হয়। তবে এর উল্টোদিকও কিন্তু আছে।


গণিত ভালো পারে এমন মানুষরা তাদের উপার্জন নিয়ে সুখী থাকলেও, কম উপার্জন করলে গণিতে ভালো না এমন মানুষের চেয়ে তারা বেশি মানসিক পীড়ায় ভোগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us