আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবির ঘটনায় শনিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১২ জেলে।
বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সে সকল ট্রলারে থাকা অধিকাংশ জেলেই সাতরিয়ে ও অন্য ট্রলারের সহায়তায় রাতেই জীবিত উদ্ধার হন। কিন্তু তারপরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ থাকেন।
শনিবার সকালে বনবিভাগ, দুবলা ফিসারম্যান গ্রুপ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুবলার চর থেকে ৪৫ কিলোমিটার দূরে গভীর সাগর থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।