বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে সমিতিতে সদস্যপদ না পাওয়া শিল্পীরা।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খান থাকবেন কি না, তা নিয়ে শনিবার বিকালে আপিল বোর্ডের বৈঠকের আগে দুপুর ৩টা থেকে এফডিসিতে বিক্ষোভ দেখায় মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা।
বিক্ষোভ থেকে নৃত্যশিল্পী রতন বলেন, “আমাদের সাথে অন্যায় করেছে জায়েদ৷ ২০ বছর ধরে এফডিসিতে আছি। প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছি৷ আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমরা ওর পদত্যাগ চাই। আমি ওর বিচার চাই৷ ওকে আমি অভিশাপ দিচ্ছি।”