কূপে পড়ে যাওয়া শিশু উদ্ধারের অভিযান চূড়ান্ত পর্যায়ে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৭

মরক্কোর গভীর কূপে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের প্রাণপণ অভিযান শনিবার চূড়ান্ত পর্যায়ে প্রবেশে করেছে। ৫ বছর বয়সী ছেলেটির কাছে পৌঁছানোর জন্য শুক্রবার রাতভর কাজ করেন উদ্ধারকর্মীরা। রায়ান নামের শিশুটি চার দিন আগে কূপের সরু গর্তের মধ্য দিয়ে ১০৪ ফুট নিচে পড়ে যায়। তখন থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।


শিশুটিকে জীবিত উদ্ধারের এ প্রচেষ্টার শেষ অবস্থা দেখতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সারা মরোক্কান জাতি। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে ঘটনাস্থলে।   শুক্রবার বিকেলেই উদ্ধার অভিযানের অন্যতম নেতা আবদেসালাম মাকৌদি বলেন, ‘আমরা জায়গা মতো পৌঁছে গিয়েছি প্রায়। তিন দিন ধরে অবিরাম কাজ করছি আমরা। ক্লান্তি চলে আসছে। কিন্তু পুরো উদ্ধারকারী দল ধৈর্য ধরে লেগে আছে। ’ ভূমিধসের আশঙ্কা উদ্ধার অভিযানটিকে বিপজ্জনক করে তোলে। এছাড়া সেখানকার মাটি পাথুরে ও বালুময় হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us