যে কোনো পণ্য ব্যবহারে ত্বকে র্যাশ, জ্বলুনি বা গরম অনুভব হতে পারে। আর তৈলাক্ত বা শুষ্ক ত্বকের চাইতে এই সমস্যা বেশি দেখা দেয় সংবেদনশীল ত্বকে। সংবেদনশীল ত্বকের জ্বলুনি হওয়ার কারণ ও সমাধান সম্পর্কে জানানো হল ‘বি বিউটিফুল ডট ইন’য়ে প্রকাশিত প্রতিবেদন থেকে।
অতিরিক্ত রেটিনল ব্যবহার
যদিও রেটিনল ত্বকের জন্য উপকারী এবং সবচেয়ে মৃদু অ্যান্টি-এইজিং হিসেবে কাজ করে। এটি সংবেদনশীল ত্বকে জ্বালা, লালচেভাব, শুষ্কতা, চামড়া ওঠা ইত্যাদি সমস্যা সৃষ্টি করতে পারে।
যে কারণে যে কোনো রেটিনল সমৃদ্ধ পণ্য কেনার আগে নিজের ত্বক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে।