হেড কোচকে বরখাস্ত করলো ইংল্যান্ড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮

অ্যাশেজ ব্যর্থতার পর ছাটাইয়ের মিশনে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমে ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলসকে বরখাস্ত করেছিল তারা। এবার হেড কোচ ক্রিস সিলভারউডকেও চাকরিচ্যুত করেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সফরের অ্যাশেজ সিরিজে ০-৪ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।


যেই ম্যাচটি তারা ড্র করেছে, সেটিও হারের দ্বারপ্রান্ত থেকেই বেঁচে ফিরেছে তারা। এই ব্যর্থতার দায়েই মূলত অ্যাশলে জাইলস ও সিলভারউডকে বরখাস্ত করা হয়েছে। জাইলসের জায়গায় অন্তর্বর্তীকালীন ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে। তিনিই এখন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য একজন ভারপ্রাপ্ত হেড কোচ নিয়োগ দেবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে ইংল্যান্ড। অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৮ মার্চ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us