গা গরমের জন্য দুই দলের ক্রিকেটাররা যখন মাঠে নামলেন, দুপুর বেলাতেই তখন যেন নেমেছে সন্ধ্যা। চারপাশ প্রায় অন্ধকার, আকাশ ঢাকা ঘন কালো মেঘে। সেই গা গরম পর্ব চলতে পারল না খুব বেশিক্ষণ। আভাস মতোই নেমে এলো ঝুম বৃষ্টি। ক্রিকেটাররা ছুট লাগালেন ড্রেসিং রুমে। মাঠকর্মীরা ব্যস্ত উইকেট ঢেকে রাখতে। শুরু হলো অপেক্ষার পালা।
ক্রিকেটের চিরকালিন শত্রু বৃষ্টি অনাহূত অতিথির মতো হাজির হলো এই মাঘের দুপুরে। তাতে বন্ধ খেলা। বিপিএলে শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায়। কিন্তু তখনও টসই হতে পারেনি।
বৃষ্টির যা দাপট, তাতে সহসা টস হওয়ার সম্ভাবনাও সামান্য। ড্রেসিং রুমে বন্দি ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স দল।