পুরান ঢাকার শেখ সাহেব বাজার সড়কের সরু গলির ওপর ছোট একটা ভবনের তিনতলায় থাকেন হাসিনা বেগম। পুত্রবধূ হোসনে আরা তিনতলায় উঠতে উঠতে বললেন, শাশুড়ি আর তাঁর কপাল একই রকম। শ্বশুর মারা গেছেন অনেক বছর আগে, আর তাঁর স্বামী এখন থেকেও নেই।
হোসনে আরার স্বামী মো. হানিফ (মিঠু) পুরান ঢাকার মৌলভীবাজারের এসএস ট্রেডার্সের ছয় হাজার টাকা বেতনের কর্মচারী। গত বছরের জানুয়ারিতে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিককে খুঁজে না পেয়ে হানিফকে জেলে পাঠিয়েছেন। দোকানটিও সিলগালা করে দেওয়া হয়েছিল তখন। এখন আর সিলগালা নেই, নাম বদলে দোকান চলছে।