জেন্ডার বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, পুরুষতান্ত্রিক ব্যবস্থায় বেশির ভাগ ক্ষেত্রেই পরিবারের ভরণ-পোষণের মূল চাপটি বহন করে পুরুষ। তবে এটি পুরুষের সহজাত কোনো প্রবৃত্তি নয়। আর অব্যাহত এই দায়িত্বের বোঝা কখনও কখনও পুরুষকে করে তোলে অসহায়। প্রচলিত ধারণায় ‘ইস্পাত দৃঢ়’ পুরুষ শিথিল সম্পর্ক, নিঃসঙ্গতা এবং কর্মহীনতার কারণে ভুগতে পারেন তীব্র বিষণ্ণতায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষকেই কিন্তু একটা বিশাল নির্যাতনের জায়গায় নিয়ে যাচ্ছে, যেটা পুরুষ নিজেই বুঝতে পারছে না। এর কারণ, তার মধ্যে সব সময় কাজ করে, তাকে আয় করতে হবে, তাকে খরচ করতে হবে। আয়ের জায়গাটা যেন পুরুষের জন্য বরাদ্দ।’