কালেমাখচিত জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে পরিবর্তন আনতে চলেছে সৌদি আরব। সোমবার (৩১ জানুয়ারি) সৌদির মজলিসে শূরা এক ভোটের মাধ্যমে এই পরিবর্তনের অনুমোদন দেয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
যুবরাজ সালমানের সংস্কার উদ্যোগের মাঝেই আনা হচ্ছে এই পরিবর্তন। সাধারণত সৌদির শূরা কাউন্সিলের সম্মতিতে যেকোনো আইন সংস্কার বা বাস্তবায়িত হয়। সেক্ষেত্রে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চূড়ান্ত অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র।
অন্যান্য কয়েকটি গণমাধ্যমের সংবাদে বলা হয়, পতাকা বা জাতীয় সংগীত নয় বরং এর সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধানে পরিবর্তন আনা হবে। তবে মজলিসে শূরা এর বেশি কিছু জানায়নি।