আত্মহত্যার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা এটা হচ্ছে বাংলাদেশের নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডটা মানুষ বেছে নিচ্ছে কেন? এটা একটা বিষয়। এই বিষয়ের ক্ষেত্রে আমার বিশ্লেষণটা হলো, মানুষ বেঁচে থাকার জন্য নানা ধরনের সম্পর্কে জড়িত হয় বা জড়িয়ে পড়ে। নানা ধরনের সংকট জীবনে তৈরি হয়। সংকটগুলোকে মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হয়।
কিন্তু যখন তার কোনো সংকট সে এককভাবে মোকাবেলা করতে পারে না অথবা একজন ব্যক্তি তার এই দীর্ঘ যাপিত জীবনে যে পরিবার-পরিজনের জন্য কাজ করেছে তারা যখন তাকে অবহেলা করে বা তার প্রতি গুরুত্ব দেয় না অথবা সে যখন তার নানান দিক থেকে ব্যর্থ হয় তখন তার মধ্যে নানা ধরনের হতাশা কাজ করে। তিনি সহযোগিতা প্রত্যাশা করে যখন পান না তখন তার মধ্যে একটা তাৎপর্যহীন জীবনের রূপ বা প্রতিচ্ছবি ভেসে ওঠে। আমাদের এখানে সংকট অথবা সমস্যার কথা শোনার মত সমাজের ধরনটা আমরা তৈরি করতে পারিনি।