সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা সামনে এনেছে ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে। মেহেদী হাসান মিরাজকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়ার পর অনেকেই মোহাম্মদ আশরাফুলের সেই ফিক্সিং কাণ্ডের সঙ্গে মিল দেখেছেন। আবার সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে বাজিকরদের দ্বৈরথ দেখা গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এই দুই ঘটনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি এনিয়ে নড়েচড়ে বসলেও তাদের ভাবনা পরিষ্কার করেছে। যেখানে ফিক্সিং ইস্যুতে চিন্তা থাকলেও চাপ নিচ্ছে না ক্রিকেট বোর্ড। বিষয়গুলো দেখার জন্য একাধিক সংস্থা একসঙ্গে কাজ করে বলে জানালেন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।