মিয়ানমারে ‘তাৎক্ষণিক’ সহিংসতা থামিয়ে গণতন্ত্র ফেরাতে বললো জাতিসংঘ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৬

মিয়ানমারকে ‘তাৎক্ষণিকভাবে’ সবধরনের সহিংসতা থামিয়ে গণতন্ত্র ফেরানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সংকট সমাধানে মধ্যস্থতার জন্য দেশটি একজন বিশেষ প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেবে বলেও আশাপ্রকাশ করেছে বৈশ্বিক সংস্থাটি। খবর এএফপির।


মিয়ানমারে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ ও সংকট নিরসনে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনকে পাঠানোর প্রস্তাব দিয়েছিল দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও চাচ্ছে ওই প্রতিনিধি দ্রুত মিয়ানমারে গিয়ে সব পক্ষের সঙ্গে দেখা করে মধ্যস্থতার মাধ্যমে শান্তিআলোচনা এগিয়ে নিক এবং দেশটিতে মানবিক সহায়তার বিষয়ে আলোচনা করুক। এ বিষয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের তোলা একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। পরে এক বিবৃতিতে পরিষদ বলেছে, মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতা ও বিপুল সংখ্যক মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us