আবির ফেরদৌস তন্ময়। বেড়ে উঠেছেন রাজধানীতে। শিক্ষাজীবন শেষ করে বেসরকারি একটি চাকরিতে প্রবেশ করেছেন কয়েক বছর হলো। বিয়েও করেছেন ঢাকাতে। দুই বছরের মাথায় ঘর আলো করে এসেছে ফুটফুটে সন্তান। সেই সন্তানও বেড়ে উঠছে এ শহরে।
সন্তান যেভাবে বেড়ে উঠছে, সেভাবেই মালিবাগ এলাকায় বেড়ে ওঠেন আবির ফেরদৌস। জন্মের আগে বাবা হামিদুর রহমান স্থায়ীভাবে ঢাকায় আসেন সাতক্ষীরা থেকে। বাবা ছিলেন ব্যবসায়ী, আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল। মালিবাগে নিজস্ব ফ্ল্যাটও রয়েছে। নিকট আত্মীয়দের প্রায় সবাই মালিবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকাতে থাকেন।