২০১১ বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশের অন্যতম সফল কোচ জেমি সিডন্সকে বিদায় বলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিডন্স থাকতে চাইলেও ঘরের মাঠে বিশ্বকাপ ভরাডুবির কারণে বিসিবি তাকে রাখেনি। ১১ বছর পর ফের বাংলাদেশে পা রাখলেন সিডন্স। বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।
দীর্ঘ সময় পর আবার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হচ্ছেন সিডন্স। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। শুরুতে তার কাজের জায়গা চূড়ান্ত ছিল না। বিসিবি যখন যেখানে সুযোগ পাবে সেখানেই তাকে কাজে লাগানোর কথা ছিল। তবে বোর্ড এখন তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে চাইছে। সেক্ষেত্রে ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সকে হাই পারফরম্যান্সের দায়িত্ব দেওয়া হবে।