প্রদীপ, লিয়াকতের আরও কিছু অপরাধ

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬

পুলিশ সৎ এবং নিরপেক্ষ, সেই সঙ্গে মানবিকও। এই চিত্রটা আমাদের নয়, কিন্তু আমাদেরই হতে পারে। এটাই স্বাভাবিক প্রত্যাশা। আর সে জন্যই সম্প্রতি পুলিশ সপ্তাহের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার বিশ্বাস, ‘জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি-স্থিতিশীলতা বজায় রাখা ও গণতন্ত্র সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করবেন’।


এই বিশ্বাসটা মানুষও রাখতে চায়। কিন্তু কখনও কখনও পুলিশের কোনও কোনও সদস্যের অত্যাচার, অমানবিক আচরণ সেই বিশ্বাসে চিড় ধরায়। তখন পুরো সিস্টেমকেই মানুষ ভিন্ন চোখে দেখে। প্রসঙ্গটা এলো একটি রায়কে কেন্দ্র করে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার বহুল আলোচিত মামলায় সোমবার কক্সবাজারের একটি আদালত পুলিশের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৬ জনের। মামলার অপর ৭ অভিযুক্তকে খালাস দিয়েছেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us