ভালোবাসার সম্পর্ক যতটা মধুর, ততটাই জটিল একটি বিষয়। চেনা মানুষকেও হঠাৎই অচেনা লাগতে পারে। আবার অল্প চেনা মানুষকেও মনে হতে পারে যেন বহু যুগের চেনা। হৃদয়ের অলিগলির খবর আজ পর্যন্ত কে-ই বা চিনতে পেরেছে! একজনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন আরেকজনের প্রতি ভালোবাসা অনুভব করা হৃদয়ের সংখ্যাও কম নয়। কেউ প্রকাশ করে, কেউ করে না।
একইসঙ্গে দুজনকে ভালোবাসা কিংবা পছন্দ করার বিষয়টি আসলে কি? কেন এমন হয়? যার সঙ্গে সম্পর্কে আছেন, তাকেও ভালোবাসছেন আবার অন্য কাউকেও ভালোলাগে, এই গোলমেলে অনুভূতির নাম কী? বিশেষজ্ঞদের ভাষায় এই সমস্যার নাম পলিঅ্যামোরি।