বেইজিংয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস। গেমসে দর্শক সংখ্যা ৫০ শতাংশে কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে আয়োজকরা। এর আগে গত বছর টোকিও অলিম্পিকের বেশিরভাগ ইভেন্টই দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। আয়োজকরা করোনা মহামারির কারণে কোনো ধরনের টিকিট বিক্রির সিদ্ধান্ত থেকে আগেই সরে এসেছিল।
কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী পরিচালক ক্রিস্টোফার ডুবি জানিয়েছেন, দর্শক আসন ৩০ থেকে ৫০ শতাংশ করা হতে পারে। বেইজিং গেমসের ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে ডুবি বলেন, ‘প্রতিটি ভেন্যুর ধারণক্ষমতা সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই। কারণ বেশিরভাগ ভেন্যুই নতুনভাবে সংষ্কার করা হয়েছে।