You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা প্রথমবার ৩০ লাখ কোটি ডলার ছাড়ালো

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের বোঝা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটির ট্রেজারি বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনা মহামারি মোকাবিলা করতে যেয়ে দেশটির সরকারি ঋণের পরিমাণ বেড়েছে।

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটি আক্রমণাত্মক ব্যয়নীতি প্রয়োগ করেছে। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে সাত লাখ কোটি ডলার। প্রতিবেদনে বলা হয়, কী পরিমাণ ঋণ অত্যধিক তা স্পষ্ট হওয়া অসম্ভব। এটি আসলে কতটা বড় সমস্যা তা নিয়েও বিভক্ত অর্থনীতিবিদরা। তবে সম্প্রতি ঋণের যে মাইলফলক তাতে বোঝা যাচ্ছে ব্যয় বেড়ে যাচ্ছে। রক-বটম সুদের হারের বহু বছর পর ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতি লড়াই মোডে স্থানান্তরিত হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন