ইসরায়েলকে একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র আখ্যা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন এক প্রতিবেদনে শীর্ষ এই মানবাধিকার গ্রুপটি বলেছে, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী অপরাধ’ চালাচ্ছে ইসরায়েল। এছাড়া ‘ফিলিস্তিনের একটি নিকৃষ্ট বর্ণবাদী গ্রুপ’ হিসেবে বিবেচনা করায় ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতেই হবে বলে জানিয়েছে গ্রুপটি।
ইসরায়েল ইস্যুতে মঙ্গলবার ২৮০ পাতার নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ কিভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি নিপীড়নমূলক এবং আধিপত্যশীল একটি ব্যবস্থা জারি রেখেছে।