দুই বছর ধরে সারা বিশ্বেই করোনার তাণ্ডব চলছে। এই তাণ্ডবে বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতিতে দেখা দিয়েছে সমূহ অনিশ্চয়তা। বাংলাদেশও এই বৈশ্বিক সংকটের নানামুখী চাপের বাইরে নয়। আমাদের অর্থনীতিও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে জড়াজড়ি করেই টিকে আছে।
মূলত কৃষিনির্ভর একটি অর্থনীতি যখন রপ্তানি শিল্পনির্ভর অর্থনীতির দিকে হাঁটতে থাকে, তখন তার চাহিদার উৎস হয় বিদেশি ভোক্তারা। তাই তারা ভালো না থাকলে, তারা ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারে আগের মতো যুক্ত না থাকলে আমাদের ব্যবসায়ী তথা রপ্তানিকারকরা তো বেশ চিন্তিত থাকবেনই।