বুধবার সকালে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। দলের প্রয়োজনে দারূন এক গোল করেছেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। গোল করে দলকে জেতাতে পেরে দারুন খুশি মার্টিনেজ। ম্যাচ শেষে জানালেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালে দায়িত্বটা আরও বেড়ে যায়।
দারুন লাগছে, আমি খুবই খুশি ও গর্বিত। ক্লাবে আমি সেরাটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আর যখন আমি এই জার্সি (আর্জেন্টিনার) গায়ে দেই তখন আমার দায়িত্বটা আরও বেড়ে যায়। ’
কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় এই উইন্ডোতে লিওনেল মেসিকে স্কোয়াডে রাখেনি আর্জেন্টিনা। তবে শেষ দুই ম্যাচে মেসিকে তিল পরিমাণও মিস করেনি ডি মারিয়া-মার্টিনেজরা। কেননা কলম্বিয়াকে হারানোর আগে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচেও গোলের দেখা পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়াটা সহজ ছিল না বলে জানান মার্টিনেজ। ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি। বল দখলের পাশাপাশি রক্ষণ ভাগেও ভালো ছিলাম। কলম্বিয়ার বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা বেশ ভালো। যখন তারা আক্রমণে এসেছে তখন আমরা তা নষ্ট করে দিয়েছি। ’